ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে জীবিকার তাগিদে ফিরছেন ঢাকায়

0

ঢাকা অফিস: আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত। ঈদের পর শুরু হলো প্রথম কর্মদিবস। তাই জীবিকার তাগিদে সবাই ফিরছে ঢাকায়। সারাদেশ থেকে ৩০ থেকে ৩৫ মিনিট দেরি করে কমলাপুরে পৌঁছেছে প্রতিটি ট্রেন। বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। তাদের চোখেমুখে উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, শেষ হচ্ছে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮-৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন টানা ১০ দিন।

Share.