বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ঈদ উপলক্ষে ইরানে ৩৭শ’ বন্দিকে ক্ষমা ঘোষণা

0

ডেস্ক রিপোর্ট: ইরানে তিন হাজার ৭২১ জন বন্দিকে ক্ষমার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার এ সাধারণ ক্ষমার ঘোষণা দেন তিনি। বিচার বিভাগের প্রধান ইবরাহিম রায়িসি-র পাঠানো তালিকা অনুযায়ী এসব বন্দির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বন্দিরা এই ক্ষমার আওতায় এসেছেন। এর ফলে অনেকের শাস্তি কমে গেছে। আবার কেউ কেউ শাস্তি থেকে পুরোপুরি ছাড় পেয়েছেন। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমা পাওয়ার যোগ্য বন্দিদের তালিকা গ্রহণ করেন। বিচার বিভাগের প্রধানের সুপারিশ অনুযায়ী তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। গত বছর তিনি ৬৯১ বন্দিকে ক্ষমা করেছিলেন।

Share.