স্পোর্টস রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজ সফর হার দিয়েই শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (১ ফেব্রুয়ারি) ভোরে শেষ হওয়া সর্বশেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের পাঁচটিতেই হারল বাংলাদেশ দল। ৩ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১০৪ রান। এই রানে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যে পৌঁছে যায়। ভালো লড়াই করেছেন বাংলাদেশের বোলাররা। অফ স্পিনার সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন ২৬ রানের মধ্যে। আগের দুই ম্যাচে ৫১ ও ৪৯ রান করা দিয়েন্দ্রা ডট্রিনও বেশি ক্ষণ টিকতে পারেননি। রাবেয়া খানের বলে ফাহিমাকে ক্যাচ দেন ১২ বলে ১০ রান করে। একপর্যায়ে টানা তিন ওভারে উইকেট হারিয়ে ৬১ রানে ৫ উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফেলেন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)। এর আগে বাংলাদেশ দল ওপেনিং জুটিতে ৩.৩ ওভারে ২৪ রান তুললেও এরপর খেই হারিয়ে ফেলে। শেষ ওভারে শেষ বলে রানআউট হওয়ার আগে অধিনায়ক নিগার করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান। এ ছাড়া দুই ওপেনার দিলারা আক্তার (১৬ বলে ২১) ও মুর্শিদা খাতুন (১২ বলে ১৩) ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু তাজ নেহার (১০ বলে ১০)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের শেষ ম্যাচের হারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা নবম। ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার আগে ডিসেম্বরে মিরপুরে আয়ারল্যান্ড নারী দলের কাছেও টানা তিন ম্যাচ হেরেছিল বাংলাদেশ। অবশ্য বাংলাদেশ দল এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করার লক্ষ্য নিয়ে। তিন ম্যাচের সিরিজ থেকে তিন পয়েন্ট পেলেই সেটা সম্ভব হতো।
উইন্ডিজের কাছে শেষ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ
0
Share.