বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গা। আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় কুতুপালং ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের কক্ষে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোহিঙ্গা নুর আলমের স্ত্রী সকালে রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয় রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয়। আগুন দেখে পরিবারের অন্য সদস্য এবং আশেপাশের রোহিঙ্গারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এসময় শেডের কিছু অংশ ক্ষতি হয়। অগ্নিদগ্ধ ব্যক্তিদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন আছে।