ডেস্ক রিপোর্ট: পশ্চিম উগান্ডার একটি স্কুলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বেশ কিছু লোককে অপহরণও করা হয়েছে। শনিবার (১৭ জুন) অ্যাসোসিয়েটেড প্রেসকে এমপোন্ডওয়ে-লুবিরিহা মেয়র সেলভেস্ট মাপোজে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছাত্র, একজন প্রহরী এবং স্কুলের বাইরের স্থানীয় সম্প্রদায়ের দুই সদস্য রয়েছেন। মাপোজ বলেছিলেন, বিদ্রোহীরা একটি ছাত্রাবাসে আগুন দেওয়ার সময় কিছু ছাত্র মারাত্নক দগ্ধ হয়েছিল, আর অন্যদের গুলি করে বা কুপিয়ে হত্যা করা হয়েছিল। পুলিশ অবশ্য হামলার ধরণ বা কীভাবে নিহতদের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। পুলিশ এর আগে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ), পূর্ব ডিআরসি-তে অবস্থিত একটি উগান্ডার গোষ্ঠী যারা আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে, তাদেরকে আক্রমণের জন্য দায়ী করেছে। তারা আগে বলেছিল যে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আটজন ভুক্তভোগী গুরুতর অবস্থায় রয়েছে। ন্যাশনাল পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেছেন, ‘ডিআরসি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার (১.২ মাইল) দূরে উগান্ডার কাসেজে অবস্থিত ব্যক্তিগত মালিকানাধীন স্কুলে হামলায় একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং খাবারের দোকান লুট করা হয়।’ তিনি বলেছেন, ‘সেনা ও পুলিশ ইউনিটগুলো আক্রমণকারীদের ধাওয়া করছে, যারা সীমান্তের বীরুঙ্গা জাতীয় উদ্যানের দিক দিয়ে ডিআরসিতে পালিয়েছিল।’ শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে পশ্চিম উগান্ডার কাসেস জেলার ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করত। তাদের অধিকাংশই সেখানে থাকতেন।
উগান্ডায় স্কুলে হামলায় শিক্ষার্থীসহ নিহত ৪০
0
Share.