উত্তরায় শাকিব, এফডিসিতে অপু

0

বিনোদন ডেস্ক: দেশের এমন করোনা পরিস্থিতর মধ্যেও ঈদে ঢাকাসহ সারা দেশে ১১৫টি সিনেমা হল খুলেছিল। এই হিসাব জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তবে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত থাকলেও, শেষ মুহূর্তে একমাত্র মনোয়ার হোসেন ডিপজলের ‘সৌভাগ্য’ ছাড়া আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি এবারের ঈদে।তবে, সিনেমাটি মুক্তির দিন ছাড়া সেভাবে ব্যবসা করতে পারেনি বলেও জানাচ্ছে প্রদর্শক সমিতি। পরিস্থিতি যখন এমন- তার মধ্যে নতুন আশা নিয়ে ঈদ পরবর্তী সময়ে আবারও শুটিংয়ে ফিরছে ঢাকাই সিনেমা।যার শুরুটা হয়েছে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামের একটি সিনেমার মাধ্যমে। ১৭ মে থেকে সোলায়মান আলী লেবুর পরিচালনায় এফডিসিতে সিনেমারটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী।উপমা কথাচিত্রর প্রযোজনায় এফডিসিতে সিনেমাটির শুট চলবে আরও এক সপ্তাহ। অপু-জয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজাসহ অনেকেই।অন্যদিকে, চলতি মাসের শেষদিকে রাজধানী উত্তরার একটি শুটিংয়ে হাউজে প্রথম লটের শুটিং শুরু হচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার একাধিক সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছে, ‘করোনার কারণে শুট শুরুতে করতে দেরি হয়ে গেল। ২৩ মের পর শুট শুরুর চূড়ান্ত তারিখ জানাতে পারব। তবে প্রথম লটের শুট হবে উত্তরাতে। সেটা ২৫ তারিখ বা তার পর শুরু হবে। প্রথম লটের শুটে শাকিব খান অংশ নিবেন, থাকছেন না নায়িকা।’আজ বিকেলে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হবে। সিনেমায় হাতেখড়ি হতে যাওয়া নির্মাতা তপু খানের পরিচালনায় এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।

ঈদের পর তরুণ নির্মাতা রায়হান রাফির ‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আরিফিন শুভর। তবে সিনেমাটির শুট কবে থেকে শুরু হচ্ছে, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানাতে পারলেন না নায়ক। শাপলা মিডিয়া প্রযোজনা করছে সিনেমাটি।
Share.