ঢাকা অফিস: ঢাকার উত্তরা থেকে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উত্তরা খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, “আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলমান।” মামুন মণ্ডল গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং স্বর্ণপদকপ্রাপ্ত নেতা। তিনি গাছা থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।
উত্তরা থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেপ্তার
0
Share.