ঢাকা অফিস: সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে বিএনপির আয়োজিত গণমিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকায় আবারও গণমিছিল ও সমাবেশ আয়োজন করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করছে। দুই মহানগরীর কর্মসূচিতেই দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে বড় শোডাউন চলছে। দলটির অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নিয়েছেন। গত বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। আজকে হবে একদফা আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও নিজ নিজ অবস্থান থেকে রাজধানীতে গণমিছিলের কর্মসূচি পালন করছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৪টার দিকে। এরআগে গত ১২ জুলাই একদফা আন্দোলন ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে।
উত্তর ও দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল
0
Share.