ঢাকা অফিস: ঢাকা-শিবচর-ভাঙ্গা রুটে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার সন্ধ্যায় ঢাকা-শিবচর-ভাঙ্গা রেলপথ উদ্বোধন উপলক্ষে সেখানে পরিদর্শনে গিয়ে এসব বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, কুষ্টিয়া, রাজশাহীর ট্রেনগুলো এপথেই চলবে। উদ্বোধনের পরবর্তী এক সপ্তাহের মধ্যেই এ রুট দিয়ে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন শুরু হবে। তিনি জানান, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে এ অঞ্চলের মানুষের সামনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রী আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে মানুষের সাথে মতবিনিময় এটা স্বাভাবিক একটি বিষয়। আমরা আশা করছি, এই উন্নয়নের ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে। দেশের মানুষ শান্তি, অগ্রগতি ও উন্নয়নের পক্ষে। তিনি বলেন, আমাদের নির্বাচনী যে ইশতেহার ছিল একে একে তার সবগুলোই বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তা উদ্বোধন করছেন।
উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে: নুরুল ইসলাম সুজন
0
Share.