বুধবার, জানুয়ারী ২২

উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে ময়মনসিংহ প্রতিনিধি: নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে গতকাল মঙ্গলবার রাতে সদ্য বহিস্কৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৭ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নান্দাইল থানা সূত্রে জানা গেছে, নাশকতা সৃষ্টি ও দেশে অরাজকতার ষড়যন্ত্রের পরিকল্পনার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার কর হয়।

Share.