বুধবার, জানুয়ারী ২২

উপদেষ্টাদের মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের একটাও তুলে নেয়া হয়নি: ফখরুল

0

ঢাকা অফিস: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করুন। বিএনপি নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবে। সোমবার (২৬ আগস্ট) কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন। তবে নির্বাচনের রোডম্যাপ না দেয়ার সমালোচনাও করেন তিনি। ফখরুল বলেন, সচিবালয়ে ঘিরে আনসারদের তৎপরতা অশনি সংকেত। পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীদের দাবি আদায়ে সরকারকে সময় দেয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ও আরেক উপদেষ্টার নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের নামে ১ লাখে ৪৫ হাজার মামলার একটাও তুলে নেয়া হয়নি। এসময় শিক্ষার্থীদের অযথা বলপ্রয়োগ করে শিক্ষকদের পদত্যাগ না করাতে আহ্বান জানান তিনি।

Share.