ডেস্ক রিপোর্ট: ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। এবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিলেন হুঁশিয়ার বার্তা। পুতিন ঘোষণা করেছেন, সেতুর ওপর ‘সন্ত্রাসী’ আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। খবর বিবিসির। ২০১৪ সালে ইউক্রেনের এ উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী একমাত্র সেতুটির ওপর গতকাল সোমবারের হামলায় দুইজন নিহত হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। হামলার পর রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সেতুটির সাপোর্ট ব্যবস্থা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, আকাশে নয়,পানির ওপর দিয়ে চলা আনম্যানড সার্ফেস ভ্যাসেল (ইউএসবি) ড্রোন দিয়ে সেতুটির ওপর আক্রমণ চালানো হয়েছে। এ নিয়ে সোমবার সন্ধ্যায় টেলিভিশন ভাষণে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘দায়িত্বহীন’ এবং ‘নিষ্ঠুর’ হামলা চালানোর অভিযোগ এনেছেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সরবরাহ ব্যবস্থা চালু রাখার জন্য এই সেতুটি রাশিয়ার বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিভিশনে এসে উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলেন, ১ নভেম্বরের মধ্যে সেতুটির মেরামত কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আর ১ সেপ্টেম্বরের মধ্যে সেতুর ওপরের সড়কের একদিকের চলাচল চালু হবে। এদিকে ক্রিমিয়া সেতুতে হামলার একদিন পরেই আজ মঙ্গলবার ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের
0
Share.