রবিবার, নভেম্বর ২৪

উপ-পরিচালক হলেন ১২ জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ৩২

0

ঢাকা অফিস: বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে উপ-পরিচালক ও সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে ৩২ জন কর্মকর্তাকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমমানের পদে পদোন্নতি দেয়া হয়েছে। এই পদোন্নতি দিয়ে গত ২৭ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ মোতাবেক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ অনুযায়ী এ কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। ৩২ জনকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমমানের সহকারি পরিচালক, ডেপুটি কিউরেটর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সহকারী অধ্যাপক, ভেটেরিনারি অফিসার, প্রাণিসম্পদ পরিসংখ্যান কর্মকর্তা, ডেইরি ইকোনমিস্ট, লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের কাছে যোগদানপত্র দাখিল করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

Share.