ডেস্ক রিপোর্ট: উরুগুয়ের একটি বন্দর ও র্যাঞ্চ থেকে রেকর্ড প্রায় ৬ টন কোকেন জব্দের কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। জব্দকৃত এ মাদকের পরিমাণ ১৩০ কোটি ডলার, বলছেন তারা। বিবিসি জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটির নৌ ও শুল্ক কর্মকর্তারা প্রথমে মন্টিভিডিয়ো বন্দরের চারটি ময়দার কনটেইনার থেকে প্রায় সাড়ে চার টন কোকেন জব্দ করেন। কনটেইনারগুলো টোগোর রাজধানী লোমে যাচ্ছিল। পরে এক র্যাঞ্চ থেকে উদ্ধার করা হয় আরও দেড় টন। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকা থেকে ইউরোপ ও আফ্রিকায় মাদক চোরাচালানে পাচারকারীরা উরুগুয়েকে ব্যবহার করে আসছে। এর আগে নবেম্বরেও দেশটির কর্তৃপক্ষ মন্টিভিডিওতে একটি কনটেইনার থেকে ৩ টন কোকেন জব্দ করেছিল।
উরুগুয়েতে ময়দার কনটেইনারে মিলল ১৩০ কোটি ডলারের মাদক
0
Share.