ঢাকা অফিস: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্টেশন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেসের তেলের ট্যাংক ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি আরও জানান, দুর্ঘটনায় একটি এসি চেয়ার কোচ, দুটি পাওয়ার কার ও শোভন চেয়ার কোচ লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি পরিদর্শনের উদ্দেশে এডিজি আই, আরএস (অপারেশন) রওনা দিয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে রওনা হয়েছে। ওই রুটে রেল যোগাযোগ চালু হতে তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম। এদিকে আমাদের প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে ট্রেনটি ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। আকস্মিক দুর্ঘটনার কারণে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, লাইনম্যানের ক্লিয়ারেন্স পেয়ে ট্রেনটি উল্লাপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনের মূল প্ল্যাটফর্ম পার হতেই হঠাৎ ট্রেনটির ইঞ্জিন ওপরের দিকে উঠে যায়। এ সময় ইঞ্জিন ছাড়াও সাতটি বগি একে একে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার জন্য লাইনম্যানের ভুল ক্লিয়ারেন্স ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় লোকজন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ও উল্লাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মাঠকর্মী গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউই নিহত হননি। পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পাকশী থেকে রিলিফ ট্রেন উল্লাপাড়ায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। ট্রেন দুর্ঘটনার পেছনে লাইনম্যানের কোনও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন, বগি লাইনচ্যুত
0
Share.