বুধবার, জানুয়ারী ২২

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ কর্মকর্তাসহ নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

0

ডেস্ক রিপোর্ট:  নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইবরাহিম আত্তাহিরু গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমের কাদুনা প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। এ সময় উড়োজাহাজে থাকা উড়োজাহাজের ক্রুসহ ১০ সেনা কর্মকর্তা নিহত হন।নাইজেরীয় সামরিক বাহিনী বলছে, আবহাওয়া খারাপ ছিল, এর মধ্যে সেনাপ্রধানকে বহনকারী উড়োজাহাজটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।সেনাপ্রধান ও কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরু গত জানুয়ারিতে সেনাপ্রধানের দায়িত্ব পান। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে।মাস তিনেক আগে নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ রাজধানী আবুজা বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ওই উড়োজাহাজে থাকা সাতজন নিহত হন।

Share.