স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স—স্পেন। আজ রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে ইউরোপীয় টুর্নামেন্টের শিরোপার লক্ষ্যে লড়বে দুই দল। ম্যাচটি লাইভ দেখাবে টি-স্পোর্টস। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির ৩৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে ফাইনালে এসেছে তারুণ্যনির্ভর দল স্পেন। অন্যদিকে বেলজিয়ামকে দ্বিতীয় সেমিতে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শিরোপার লক্ষ্যে অবিচল রয়েছে ফ্রান্স। আজ অন্য ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম। নেশন্স লিগের ফাইনালে ওঠায় আরেকটি আন্তর্জাতিক শিরোপা জয়ের সামনে রয়েছে স্পেন। তবে কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে শিরোপা নিজেদের করতে বেশ কাঠখড় পোহাতে হবে কোচ লুই এনরিকের দলকে। যদিও পরিসংখ্যান এগিয়ে রাখছে স্পেনকেই। দুদলের ৩৫ বার মুখোমুখিতে ১৬ জয় স্পেনের, ফ্রান্সের ১২টি। বাকি সাতটিতে ড্র করেছে ফরাসিরা। এদিকে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে এনরিকে শিষ্যরা। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের পারফরমেন্সের বিচারে ফেভারিট বনেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিতে পাওয়া চোটে ফাইনালে শঙ্কায় তোরেস। ছবি: সংগৃহিত। ঐতিহাসিক এই ম্যাচটি আবার আতোয়া গ্রিজমানের জন্যও মাইলফলকের। ২০১৪ সালে ফরাসিদের হয়ে অভিষেক হওয়া গ্রিজমান আজ নামলেই শততম ম্যাচে মাঠে নামার দারুণ রেকর্ড হয়ে যাবে। ম্যাচটি নিয়ে উচ্ছসিতও আতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘আজকের রাতটা আমার জন্য বিশেষ কিছু। স্বীকার করতেই হয়, শততম ম্যাচ খুবই স্পেশাল। আশা করছি, এই রাতটা ভালো কিছু দিয়ে শেষ হবে।’ ফাইনালে ইতালির বিপক্ষে জোড়া গোল করে স্পেনকে ফাইনালে তোলা তোরেসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে লুই এনরিক। তবে তার অনুপস্তিতে আক্রমণে ইযেরেমি পিনোকে একাদশে রাখা হতে পারে। অন্যদিকে, কোভিড-১৯ এর কারণে ফ্রান্স দলে থাকছেন না এনগেলো কান্তে এবং হ্যামস্ট্রিংয়ের চোটে দলে থাকছেন না লুকাস ডিগনে।
উয়েফা নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি সাবেক ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা
0
Share.