বুধবার, জানুয়ারী ২২

ঋণখেলাপীদের ব্যবসা ও কিস্তি দেয়ার স্বার্থে পুনরায় লোন দেয়া দরকার: আইনজীবী

0

ডেস্ক রিপোর্ট:  ঋণখেলাপীদের ব্যাবসা ও কিস্তি দেয়ার স্বার্থে পুনরায় লোন দেয়া দরকার। ঋণখেলাপিদের সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক যে সার্কৃলার জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিটের শুনানীতে বাংলাদেশ ব্যাংকার এ্যাসোসিয়েনরে পক্ষে আইনজীবী শাহ মজ্ঞুরুল হক এ কথা বলেন। আজও পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানী শরু হয়। এ দিন রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ। আর বাংলাদেশ ব্যাংকার এ্যাসোসিয়েনরে পক্ষে আইনজীবী শাহ মজ্ঞুরুল হক। এর আগে সোমবার শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার শুনানীতে শাহ মজ্ঞুরুল হক বলেন , খেলাপীদের জন্য ফারদার লোন দরকার। তা না হলে তারা কোত্থেকে খেলাপী ঋনের কিস্তি দিবে। তাদেরকে তো ব্যাবসা করতে দিতে হবে। নতুন লোন নিয়ে ব্যাবসা করে খেলাপী ঋনের কিস্তি পরিশোধ করতে পারবে। এর আগে ২৯ আগষ্ট আদালত আদেশ প্রদান করে , ২ শতাংশ ডাউন পেমেন্টে খেলাপি ঋণ পরিশোধের যারা সুযোগ গ্রহণ করবে তারা অন্য কোন ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না। ২০ অক্টোবর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ঐ দিন রিটকারী আইনজীবীর আবেদন নিষ্পত্তি করে আদালত এ আদেশ প্রদান করে। ২৮ আগষ্ট রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ সংশ্লিষ্ট বেঞ্চে পুনরায় একটি আবেদন করে যাতে করে আর কেউ নতুন করে লোন নিতে না পারে। এর আগে ৮ জুলাই ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের আদেশ দুই মাসের জন্য স্থগিত করে আপীল বিভাগ।

Share.