ঋণের চাপে নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা!

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (৫০) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী ঋণের চাপে হতাশ হয়ে নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। এনামুল হক শহরের পুরাতন বাজারের সাজ্জাদ এন্ড সন্স এর মালিক এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে। বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় এ ঘটনা ঘটে। এদিকে রাজশাহী থেকে ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে না আসা পর্যন্ত ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপীর দায়ে মামলায় আজ তার হাজিরার দিন ছিল। তিনি আরও জানান, পুলিশের ধারণা ঋণের কারণে হতাশ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

Share.