লাইফস্টাইল ডেস্ক: কোকিল ডাকছে, চারদিকে ভরে রয়েছে নানা রঙের ফুলের সুরভিতে। তাকালেই বোঝা যায় ফাগুন এসে গেছে, এরমধ্যেই দেখা দিচ্ছে বসন্ত রোগ বা চিকেন পক্স।চিকেন পক্স হলে যা করতে হবে।
বিশেষজ্ঞরা বলেন,
• বসন্ত সব বয়সেই হতে পারে। তবে কারো একবার বসন্ত হয়ে গেলে আবার হওয়ার ঝুঁকি খুব কম
• জ্বর, অস্বস্তি, শরীর ব্যথা হয়
• চুলকানিসহ পানিভর্তি ছোট ছোট গোটা দেখা যায়
• প্রথমে দু’একটি হলেও আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে
• গোটাগুলোয় বেশ ব্যথা থাকে
• বসন্ত সারতে ৭ থেকে ১০ দিন পযর্ন্ত সময় লাগে
• তবে দাগগুলো আরও কিছুদিন থাকে
• পক্স হলে মোটেই চুলকানো যাবে না, এতে ইনফেকশন হতে পারে
• দাগও বসে যেতে পারে
• পক্স শুকিয়ে গেলে ডাবের পানি ও মাখন মাখলে ধীরে ধীরে সব দাগ দূর হয়ে যায়
• বসন্ত আক্রান্ত ব্যক্তির ব্যবহারের পোশাক, বিছনার চাদর, তোয়ালে অবশ্যই পরিষ্কার রাখতে হবে
• সবার কাপড়ের সঙ্গে না মিলিয়ে আলাদা ধোয়ার ব্যবস্থা করতে হবে
• খাবারের বিষয়েও লক্ষ্য রাখতে হবে
• ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি বেশি খেতে হবে
• প্রতিদিন ৭-৮টি তুলসি পাতার রস ১চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ান
• শিং মাছ-মুরগির মাংস হালকা মশলায় খেতে দিতে হবে
• প্রচুর পানি ও ফলের জুস পান করতে দিন।
• বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন
• বাড়ি ফিরে ভালোভাবে হাত পরিষ্কার করুন
• চিকেন পক্স হলে চিকিৎসকের পরামর্শ নিন।
• বসন্ত প্রতিরোধের জন্য ভেকসিন দেওয়া যেতে পারে। প্রথম ইনজেকশন দেওয়ার ৫ বছর পর আরেকটা ইনজেকশন দিতে হবে।
বাড়ির কারো বসন্ত হলে তার ব্যবহারের সব কিছু আলাদা করে রাখুন এতে অন্যরা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।