ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারিতে কাজ হারানো আমেরিকানদের চাকরি পাওয়া সহজ করতে এইচ-১বি ভিসায় কড়াকড়ি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে তার কয়েকটি আদেশের মধ্যে দুইটি বাতিল করে দিয়েছে ক্যালিফর্নিয়ার ডিস্ট্রিক্ট জাজ জেফরি হোয়াইট। এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় চাকরি-প্রত্যাশীদের কোটা অনেকটাই ছেঁটেছিলেন ট্রাম্প। পাশাপাশি, এই ভিসায় বিদেশিদের আনতে হলে আমেরিকান সংস্থাগুলোকে অনেক বেশি বেতন-ভাতা দেওয়ারও নির্দেশ দিয়েছিল তার প্রশাসন। এ নিয়ে ইউএস চেম্বার্স অব কমার্স ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরফে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে কোর্ট জানিয়েছে, ভিসা-নীতি কঠোর করার ক্ষেত্রে যে সব কারণ দেখানো হয়েছে, তা নিয়ে জনমত যাচাই করা হয়নি। তথ্যপ্রযুক্তি সেক্টরে বিদেশি নিয়োগের বিকল্প নেই বলেও মত কোর্টের। আমেরিকা প্রতি বছর গড়ে ৮৫ হাজার এইচ-১বি ভিসা দেয়। তিন বছর মেয়াদ থাকে তার। পুনর্নবীকরণও হয়। বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ এই ভিসায় আমেরিকায় কাজ করতে যান।
এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প নির্দেশ বাতিল আদালতের
0
Share.