বুধবার, ডিসেম্বর ২৫

এই প্রথমবার ফারিয়ার সঙ্গী রোহান

0

বিনোদন ডেস্ক: এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গায়িকা হিসেবেও তার পরিচিতি রয়েছে। অন্যদিকে, গিয়াস উদ্দিস সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’সহ বেশ কয়েকটি সিনেমা করে বেশ পরিচিতি পেয়েছেন চিত্রনায়ক ইয়াশ রোহানও। এবার তাদের দেখা যাবে একই সিনেমায়। ঢালিউড সূত্রে খবর, ‘পর্দার আড়ালে’ নামে একটি ওয়েব ফিল্মে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান। এটি পরিচালনা করবেন পারভেজ আমিন। ওয়েব ফিল্মটির গল্পও তিনি লিখেছেন। অন্যদিকে সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির। নতুন এ প্রজেক্ট সম্পর্কে নুসরাত ফারিয়া বলেন, ‘বছরের শুরুতেই ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ফিল্মটির গল্প চমৎকার। এখানে রোহানের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য, টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়া।’ চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্পটি দারুণ, তবে সেটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। এটা সারপ্রাইজ হিসেবে রাখছি। তবে দর্শকের প্রত্যাশা পূরণ হবে এটুকু বলতে পারি। নুসরাত ফারিয়া গুণী অভিনেত্রী। আশা করি, তার সঙ্গে বোঝাপড়াটা দারুণ হবে।’ পরিচালক পারভেজ আমিন জানিয়েছেন, চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে ‘পর্দার আড়ালে’ ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে। দর্শক খুব ভালো এবং ব্যতিক্রমী গল্পের একটি কাজ পেতে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

Share.