বিনোদন ডেস্ক: সময়ের সঙ্গে বাংলা সিনেমা স্মার্ট হয়েছে। বিগত কয়েক বছরে সিনেমার শুটিং থেকে শুরু করে পোস্ট প্রডাকশন- সব বিভাগে পাল্লা দিয়ে ব্যবহৃত প্রযুক্তি আরও উন্নত হয়েছে। দেশের বিভিন্ন আঞ্চলিক ইন্ডাস্ট্রির ছবিও তার দ্বারা উপকৃত হচ্ছে। এবার বাংলা ছবিতেও এক বিশেষ প্রযুক্তির উন্নত ক্যামেরার প্রবেশ ঘটল। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন জিৎ। এই মুহূর্তে জিতের প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুণ্ডু ‘বুমেরাং’ ছবিটির শুটিং করছেন। জিৎ জানান, বুমেরাং সিনেমার প্রেক্ষাপট কল্পবিজ্ঞান। ছবিতে প্রচুর জটিল দৃশ্য রয়েছে, একাধিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে ছবিতে নাটকীয়তা হাজির করতে চাইছেন পরিচালক। তাই নির্মাতারা ছবির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শুটিং করছেন। মূলত, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম। দ্রুত গতির এই ক্যামেরার অবস্থান পর্দায় যেন দর্শকদের চরিত্রদের আরও কাছে হাজির করে। এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পরে বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়। এখন অবশ্য বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও এই প্রযুক্তির প্রবেশ ঘটেছে। প্রযোজনা সংস্থার দাবি, এই প্রথম বাংলায় কোনো সিনেমাতে এই উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।
এই প্রথম বাংলা সিনেমার শুটিংয়ে নতুন প্রযুক্তি আনলেন জিৎ
0
Share.