ঢাকা অফিস: আহতদের সঠিক চিকিৎসা হচ্ছেনা বলে অভিযোগ করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো.রাশেদ খান, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনে আহতদের ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছেনা, কি কারণ? সরকারের কি অর্থের সমস্যা নাকি মানসিক সমস্যা? আমি বলবো এ সরকারের আর্থিক সমস্যা না এ সরকারের মানষিক সমস্যা হয়েছে। তারা বুঝেনা কিভাবে রাষ্ট্র চালাতে হয়? তারা বুঝেনা কিভাবে পুলিশ, র্যাব, বিজিবিকে দিয়ে দেশ কে ফাংশন করাতে হয়। যে কারণে এখন পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় হানা হানি,মারামারি খুনোখুনি হচ্ছে । আমার জেলা ঝিনাইদহ,আমি ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়েছিলাম রুগী দেখার জন্য ,আমি দেখলাম যে আওয়ামীগের লোকজন বিএনপি জামাতের কর্মীদের কুপিয়ে হাসপাতালে পাঠাচ্ছে।
এই সরকারের মানসিক সমস্যা হয়েছে: রাশেদ খান
0
Share.