বুধবার, জানুয়ারী ১

একই শিকড়মূলের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান মিলল অস্ট্রেলিয়ায়

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ম্যানহাটান শহরের চেয়ে তিন গুণ বা গ্লাসগো শহর থেকে সামান্য বড় বা বিশ হাজার রাগবি মাঠের সমান আকৃতির একটি উদ্ভিদের সন্ধান অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক। বিবিসি গবেষক দলের বরাত দিয়ে জানায়, ওই উদ্ভিদটি রিবন উইড বা ফিতা ঘাস নামে পরিচিত। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বিশাল এই সি-গ্রাস রয়েছে। এই উদ্ভিদের জিনগত পরীক্ষা করেছেন গবেষকরা। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রোসেডিং অব দ্যা রয়েল সোসাইটি বি জার্নালে প্রকাশ হয়। জার্নালে প্রকাশ হওয়ার পরে এটি নিয়ে বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে তুমুল কৌতূহলের সৃষ্টি হয়েছে। দ্যা ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকদের দাবি, বিশাল এই সি-গ্রাস ২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। তারা দেশটির পার্থ শহর থেকে ৮০০ কিলোমিটার দূরের শার্ক বে এলাকায় আকস্মিকভাবে এই সি-গ্রাসের সন্ধান পান। গবেষকদের দাবি, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পানির নিচে যে বিশাল তৃণভূমি রয়েছে, তা আদতে একটি উদ্ভিদ। গবেষকদের মতে, চার হাজার বছর আগে একটি একক বীজ থেকে এই বিশাল তৃণভূমি তৈরি হয়েছে।

 

Share.