একজন নারী হিসাবে আমার আত্মসম্মানে লাগে: আলিয়া

0

বিনোদন ডেস্ক: কেবল সমাজে নয়, বলিউডের অন্দরে আজও লিঙ্গবৈষম্যের ছায়া। কারণে-অকারণে নারীদের কোণঠাসা করার প্রবণতা দেখা যায়। নারীবিদ্বেষের শিকার হয়েছেন আলিয়া ভাটও। তাই সম্প্রতি মুখ খুললেন এই অভিনেত্রী। ২৯ বছর বয়সি আলিয়া বলেন, ‘কাজের সময় যৌনগন্ধি মন্তব্য প্রায়ই শুনতে হতো। আগে বুঝতাম না। ক্রমশ শুনতে শুনতে ধারণা তৈরি হয়, কে কেনো কী বলছে।’ তিনি জানান, এখন তিনি অনেক বেশি সচেতন। নিজের সম্মানরক্ষার্থে আরো বেশি সংবেদনশীল হয়ে উঠেছেন।  আলিয়া ভাট বলেন, ‘মাঝেমাঝে আমার সতীর্থরা জিজ্ঞেস করেন, তোমার সমস্যাটা কী? এত আক্রমণাত্মক হয়ে উঠছ কেনো? পিরিয়ড হয়েছে নাকি?’ এসব খোঁচার উত্তরে ইদানীং ঝাঁঝিয়ে ওঠেন আলিয়া।  তিনি বলেন, ‘এখনও মেয়েদের অন্তর্বাস লুকিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। পোশাকের নীচেও দেখা না গেলে ভালো হয়! বলা হবে, বিছানার উপর রেখো না, লুকিয়ে রাখো। কিন্তু কেন? নারীদের সব কিছু গোপন করতে বলার অর্থ কী? এমন নয় যে, এটা আমার ক্ষেত্রেই ঘটেছে, কিন্তু যখন চারপাশকে উপলব্ধি করি, একজন নারী হিসাবে আমার আত্মসম্মানে লাগে।’ আলিয়া প্রযোজিত ডার্ক কমেডি ‘ডার্লিংস’-এও উঠে এসেছে নারীর প্রতিনিয়ত সংগ্রাম। জসমিত কে. রিনের পরিচালনায় সেই ছবিটি এক স্ত্রীকে নিয়ে। যে তার নিজের স্বামীকে অপহরণ করে। বহু বছর ধরে নির্যাতিত হওয়ার প্রতিশোধ নিতে চায় সে। এই কাজে মেয়েকে সাহায্য করে তার মা। ছবিটিতে আলিয়া, শেফালি শাহ ও বিজয় বর্মা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউডে অ্যাকশন ছবির কাজ শেষ করেছেন এই নায়িকা। ‘দশভুজা নারী’ হিসাবে তিনিই এখন বলিউডের আইকন।

Share.