বিনোদন ডেস্ক: লাইট ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় জয় আহসান উড়ছেন দীর্ঘ ১৭ বছর। কালের গণনা শুরু ২০০৪ থেকে। বর্তমানে ওপার বাংলায় নিজের দ্যুতি দেখিয়ে চলেছেন বাংলাদেশের এই অভিনেত্রী। জয়া নামের মাহাত্ম্য এখন সবার জানা, তিনি রূপে-গুণে অনন্যা।এই জয়ার অভিনেত্রী হয়ে ওঠার গল্প জানতে ইচ্ছে করেলে হয়তো আপনি গুগল করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু জয়ার কাছে যদি জানতে চাওয়া হয়, তিনি কীভাবে অভিনেত্রী হয়ে উঠেছেন? অভিনয়কে তিনি আবিষ্কার করে পেয়েছেন, না কি অভিনয় তাঁকে? এমন প্রশ্ন সম্প্রতি রাখা হয়েছিল জয়ার কাছে।কলকাতার আনন্দবাজার পত্রিকাকে জয়া যে উত্তর দিয়েছেন, সেটা এমন, ‘আমি অভিনয়কে আবিষ্কার করিনি। অভিনয় আমাকে আবিষ্কার করেছে।’দীর্ঘ ১৭ বছরের স্মৃতি ঘেঁটে জয়া এটাও বলেছেন, একদিনের জন্যও তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। অনেকটা ‘সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন, আমিও আচমকাই অভিনেত্রী। আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়।’জয়া ঢাকাই সিনেমায় পা রাখেন ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। একটি সংগীত স্কুলও পরিচালনা করেন।
একদিনের জন্যও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি জয়া
0
Share.