বুধবার, জানুয়ারী ২২

একদিনে মৃত্যু ২১০০, ভারতকে পেছনে ফেলল ব্রাজিল

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ফের মারাত্মক হারে বেড়েছে ব্রাজিলে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় ভারতে পেছনে ফেরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশটি। ব্রাজিলে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যু হয়েছে ২১৫২ জনের।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জন।এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জন।এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৫১ হাজার ৬৪০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৫৮১ জন মানুষ। করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৬১৮ জন সুস্থ হয়েছেন।

Share.