বুধবার, জানুয়ারী ২২

এক চতুর্থাংশ নারী সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার: ইউনেস্কো

0

ডেস্ক রিপোর্ট:  বিশ্বজুড়ে নারী সাংবাদিকদের প্রতি হয়রানি বেড়েছে ব্যাপকহারে। গণমাধ্যমকর্মী হিসেবে নিয়োজিত নারীদের চার ভাগের প্রায় তিন ভাগই অনলাইনে নানাভাবে হেনস্তা অথবা হুমকির মুখোমুখি হচ্ছেন।আর পেশাগত জীবনে শারীরিকভাবে হয়রানির কথা উল্লেখ করেছেন জরিপকৃতদের এক চতুর্থাংশ। শুক্রবার (৩০ এপ্রিল) ইউনেস্কোর প্রকাশিত এক জরিপের ফলাফলে উঠে এসেছে এমনই উদ্বগজনক তথ্য।সামাজিক নানা সমস্যা, দুর্নীতি, অপরাধ আর অধিকার নিয়ে কাজ করেন সাংবাদিকরা। একটি ঘটনার আদ্যোপান্ত জেনে সত্য তুলে ধরতে নানা সময়ে জীবনও বাজি রাখেন তারা। গণমাধ্যমকর্মীদের মধ্যে আছেন অনেক নারীও। বিশ্বে জুড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়া নারীদের এক তৃতীয়াংশই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন, প্রাণহানির হুমকি পেয়েও কাজ করে যাচ্ছেন তারা। আর এক চতুর্থাংশ নারী সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন।শুক্রবার ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনের ফলাফলে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের ১২৫টি দেশের নয় শতাধিক নারী সাংবাদিকের ওপর করা ওই জরিপের নেতৃত্ব দেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও যুক্তরাজ্যের ক্যারোল ক্যাডওয়ালাডার।জরিপে ২৫ লাখ অনলাইন পোস্টও বিশ্লেষণ করা হয়। দেখা যায়, নির্বাচন, অপরাধ বা নারী অধিকার নিয়ে কাজ করতে গিয়েই নারী গণমাধ্যমকর্মীরা সবচেয়ে বেশি হেনস্তার শিকার হচ্ছেন।

Share.