ডেস্ক রিপোর্ট: এক বিরল ঘটনা দেখলো বিশ্ব। ইয়েমেনে এক চোখ নিয়ে জন্ম হয়েছে এক ছেলে শিশুর। কিন্তু শিশুটি জন্মের সাত ঘন্টা পরেই মারা যায়। ইয়েমেনি সাংবাদিক করিম জারাই শিশুটির ছবি পোস্ট করে বলেন, মধ্য ইয়েমেনের আল বায়দা গভর্নরেটের হাসপাতালে গত বুধবার জন্ম নেয় শিশুটি। জন্মের পর শিশুটির একটি চোখের সকেট এবং একটি একক অপটিক্যাল নার্ভও ছিল। এটি খুব বিরল ঘটনা যা গ্রীক পুরাণে পরিচিত ছিল। স্থানীয় সূত্র জানায়, জন্মের সাত ঘণ্টা পর শিশুটি মারা যায়। যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ব প্রায় পাঁচ শতাব্দীতে এরকম মাত্র ছয়টি ঘটনা দেখেছে।