বুধবার, জানুয়ারী ২২

এক দিনে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১১ হাজার ২৩৫ জন

0

ডেস্ক রিপোর্ট:  বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত এক দিনেও মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। তবে শনাক্তের সংখ্যা তার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী গত এক দিনে বিশ্বজুড়ে ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১১ হাজার ২৩৫ জনের। বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিল ৩০ লাখ ৪৯ হাজার ৬০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৫২ জনের। ওয়ার্ল্ডওমিটার্স বলছে, এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন ৩৯ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৮৭৬ জন। আর মারা গেছেন ৫৭ লাখ ৪৩ হাজার ৯২১ জন। সুস্থ হয়েছেন ৩১ কোটি ২৬ লাখ ৪ হাজার ২০ জন। এদিকে, বরাবরের মতো শনিবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন। ব্রাজিলে গত এক দিনে মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। আর ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন। এছাড়াও জার্মানিতে নতুন আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১ জন ও মৃত্যু ১৬৫ জন। ফ্রান্সে নতুন আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯ ও ‍মৃত্যু ৩৫৫ জন। রাশিয়ায় নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১ ও ‍মৃত্যু ৬৮২ জন, তুরস্কে নতুন আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭ ও মৃত্যু ৬৮২ জন, জাপানে নতুন আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৮ ও মৃত্যু ৯০ জন এবং যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৮৪ হাজার ৫৩ ও মৃত্যু ২৫৪ জন।

Share.