বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

এক ফ্লাইটে ৪৯ জন করোনা রোগী!

0

ডেস্ক রিপোর্ট: এক ফ্লাইটে ৪৯ জন করোনাভাইরাস রোগী! শুনতে অবাক মনে হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে। ভারতের রাজধানী নয়া দিল্লিতে হংকংগামী একটি ফ্লাইটে এত বিপুল সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে। এরপরই তড়িঘড়ি করে ভারত থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করেছে হংকং।করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল হয়ে গেছে ভারত। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এরই এমন খবর নিঃসন্দেহে আতঙ্ক ধরাবে। জানা গেছে, গত ৪ এপ্রিল ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের ওই ফ্লাইটে এই ঘটনা ঘটেছে।হংকংয়ে এরই মধ্যে করোনার চতুর্থ ঢেউ এসেছে। তবে গত জানুয়ারি মাসেই তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় হংকংয়ের কর্তৃপক্ষ। এখন প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হলেও তা খুবই নগন্য। তবে একটি ফ্লাইটে যে পরিমাণ রোগী পাওয়া গেছে, তা সেখানে প্রতিদিন শনাক্ত রোগীর চেয়ে অনেক বেশি।হংকংয়ে প্রথমবারের মতো করোনার এ৫০১ওয়াই মিউটেন্ট শনাক্ত হওয়ার পর ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের সঙ্গে সব ধরনের ফ্লাইট দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে তারা। সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে হংকংয়ের কর্তৃপক্ষ।এদিকে ওই ফ্লাইটে কতজন আরোহী ছিল তা জানায়নি হংকংয়ের কর্তৃপক্ষ। তবে ভিস্তারা এয়ারলাইন্সের যে বিমান হংকং গিয়েছিল সেটির ১৮৮ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে। উল্লেখ্য, কঠোর নিয়ন্ত্রণের ফলে হংকংয়ে মাত্র ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২০৯ জনের।

Share.