মঙ্গলবার, ডিসেম্বর ২৪

এক বছরেরও থামেনি নিখিল-নুসরাতের বিতণ্ডা

0

বিনোদন ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকেন টলিউড নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। তবে তাদের মধ্যে বিতণ্ডা এখনও অব্যাহত। তার আঁচই বারবার এসে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে নিখিল লিখলেন, ‘তোমাকে সবসময় তোমার অংশের গল্প বলতে হবে না। সময়ই সব বলে দেবে?’ তবে কি প্রচ্ছন্নভাবে নুসরাতকে কোনো অভিযোগের জবাব দিয়ে দিলেন নিখিল? তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনই প্রশ্ন নেটিজেনদের। কয়েকদিন আগে নিখিলের সঙ্গে বিতণ্ডা দিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন নুসরাত। নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে নিখিলের পাঠানো আইনি নোটিশের দুটি লাইন তিনি প্রকাশ করেছিলেন। যার মাধ্যমে নায়িকা বোঝাতে চেয়েছিলেন, নিখিলই প্রথম তাদের সম্পর্কের কথা বোঝাতে ‘সহবাস’ শব্দটি ব্যবহার করেছেন। এছাড়া নিখিলকে উভকামী বলে কটাক্ষও করেন। এর প্রেক্ষিতে নিখিল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নুসরাতকে তিনি সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন। তাই ‘সহবাস’ শব্দটি তিনি কখনোই ব্যবহার করেননি। পাশাপাশি পাল্টা অভিযোগ করেছিলেন, স্কুলের এক পুরুষ বন্ধুর সঙ্গে তার অন্য রকম সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নুসরাত। এবার ইনস্টাগ্রামে নুসরাতকে পরোক্ষভাবে জবাব দিয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে। এভাবে গত এক বছরের বেশি সময় ধরে বারবার খবরের শিরোনাম হচ্ছে নুসরাত ও নিখিল। নিখিলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে গত বছর থেকেই নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে থাকতে শুরু করেন নায়িকা। এমনকি নিজের বিয়েকেও অস্বীকার করেন। বলেন, নিখিলের সঙ্গে তার তুরস্কে যে বিয়ে হয়েছিল, তা ওই দেশে বৈধ নয়। ভারতীয় আইনে বিয়ে করেননি তারা। সেসব বিতর্ককে ছাপিয়ে ইতোমধ্যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত। প্রথমেই এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন নিখিল। পরবর্তীতে সন্তানের জন্মের পর জানা যায়, সন্তানের বাবা যশ দাশগুপ্ত। এরপর গণেশ পূজায় সিঁথিতে সিঁদুর দিয়ে হাজির হন নুসরাত। নিখিলের দাবি, অনেক আগেই দক্ষিনেশ্বরে বিয়ে করেছেন যশ ও নুসরাত। তবে এখনও নিজেদের বিয়ে নিয়ে মুখ খোলেননি যশ বা নুসরাত। আপাতত নায়িকা চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। পাশাপাশি তিনি কাজেও নেমে পড়েছেন।

Share.