ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে মৃতের সংখ্যা দ্বিগুন হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৫ হাজার ৪০০। নিজস্ব ট্যালি উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে মহামারিকে পুরো নিয়ন্ত্রণে না এনেই প্রশাসনের কর্মকর্তারা কিভাবে অর্থনৈতিক কর্মকান্ডকে উন্মুক্ত করা যায় তা নিয়ে বিতর্ক করছেন। বিশে^ তৃতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দ্বিতীয়বার আক্রান্তের দিক দিয়ে মাইলফলক অতিক্রম করেছে সেখানে। এদিন আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। অন্য যেকোন দেশের তুলনায় এ সংখ্যা তিন গুণেরও বেশি। সোমবার যুক্তরাষ্ট্র রিপোর্ট করে যে, সেখানে ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন ১৫০০ মানুষ। প্রতি ২৪ ঘন্টায় মৃতের হিসাবে এ সংখ্যা অনেকটা কমে এসেছে। গত সপ্তাহে প্রতি ২৪ ঘন্টায় এ সংখ্যা প্রায় ২০০০ ছিল। মঙ্গলবার সেখানে মৃতের সংখ্যা ছিল প্রায় ১৮০০। অবশ্য এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সব রাজ্যের খবর একত্রিত হয় নি। এ সপ্তাহে এখন পর্যন্ত প্রতিদিন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা প্রায় ৭ ভাগ করে। গত সপ্তাহে এই হার ছিল শতকরা ১৪ ভাগ। মার্চের কিছু দিন এই হার ছিল শতকরা ৩০ ভাগ। এ সপ্তাহে আক্রান্তের গড় হার শতকরা ৫ ভাগ বেশি। আগের সপ্তাহে তা ছিল শতকরা ৭.৮ ভাগ। মার্চে প্রতিদিন এই হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৩০ ভাগ করে।
এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দ্বিগুন
0
Share.