এক সপ্তাহে ৪ শতাধিক আফগান সেনা হত্যা করেছে তালেবান, ধর্মীয় নেতাদের টার্গেট

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে জঙ্গি হামলায় গত এক সপ্তাহে ৪০০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। এসব হামলা চালিয়েছে দেশটির উগ্রবাদী সংগঠন তালেবান। সরকারের ওপর চাপ ফেলতে তালেবান এখন নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ধর্মীয় নেতাদের টার্গেট করতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে তালেবান। গত রোববার দেশটির রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সম্মেলনে তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে তালেবান সদস্যরা সরকারি বাহিনীকে লক্ষ্য করে ২২২ বার জঙ্গি হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ৪২২ জন সদস্য নিহত হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তালেবান এই সন্ত্রাসবাদ শুরু করেছে।গত শুক্রবার রাজধানী কাবুলের একটি মসজিদে তালেবান বোমা হামলা চালায়। এতে মারা গেছেন ৪ মুসল্লি। এর এক সপ্তাহ আগে আরেক ইসলামপন্থী গোষ্ঠি ইসলামিক স্টেট কাবুলের কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক জোনের একটি মসজিদে হামলা চালায়। এতে আফগানিস্তানের একজন প্রখ্যাত আলেম নিহত হন।

Share.