সোমবার, জানুয়ারী ২০

এক সিনেমায় ৩০ কোটি

0

বিনোদন ডেস্ক:  ‘কেজিএফ. চ্যাপ্টার ওয়ান’ ভারতের কন্নড় সিনেমা অঙ্গনের চেহারাই পাল্টে দিয়েছে। হিন্দি অঙ্গনেও বেশ প্রভাব ফেলেছে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে আরেক সর্বভারতীয় সুপারস্টারের জন্ম হয়েছে, নাম ইয়াশ। প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মেও হিট হয়েছে সিনেমাটি। ইয়াশের তারকাখ্যাতি এখন তুঙ্গে। সে জন্য আশা করাই যায়, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-তে নিজের পারিশ্রমিক দ্বিগুণ করবেন ইয়াশ!হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই ডটকমের খবর, ৩৫ বছর বয়সী সুপারস্টার ইয়াশ এ সিনেমার প্রথম কিস্তির চেয়ে পারিশ্রমিক দ্বিগুণ করেছেন দ্বিতীয় কিস্তিতে। ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি। আর সে সময় ‘রকি ভাই’ নিয়েছিলেন ১৫ কোটি রুপি। পত্রপত্রিকার খবর, দ্বিতীয় কিস্তির জন্য ইয়াশ পারিশ্রমিক নিয়েছেন ৩০ কোটি রুপি। এ পারিশ্রমিক ছাড়াও সিনেমার লাভের অংশ পাবেন তিনি।কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে যে টিজার প্রকাশ পেয়েছিল, তাতে অবশ্য আধীরার লুক দেখানো হয়নি। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এ বছরেই মুক্তি পাওয়ার জোর সম্ভাবনা।

Share.