এখনও রওশন এরশাদের মনোনয়ন নেয়ার সুযোগ আছে: চুন্নু

0

ঢাকা অফিস: জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনও মনোনয়ন ফরম নেননি। তবে এখনও নেয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ রোববার দলটির বনানী কার্যলয়ে ৩টি বিভাগের লাঙ্গলের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকারের আগে এ কথা বলেন। রওশন এরশাদ ইস্যুতে পার্টিতে কোন বিভেদ নেই জানিয়ে জিএম কাদেরের নেতৃত্বেই দল নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি। গতকাল পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সাথে সাক্ষাতের বিষয়টিকে পারিবারিক যোগাযোগ উল্লেখ করেন তিনি। আজ বিকেল পর্যন্ত ৩ বিভাগের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় পার্টির সাক্ষাৎকারগ্রহণ। আগামীকাল বিকেলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান চুন্নু।

Share.