সোমবার, ডিসেম্বর ২৩

এখন থেকে সময়টা আরও বেশি সেনাবাহিনীতে দেবেন ধোনি

0

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ একবছরের বেশি সময় ধরে তাকে নিয়ে চলতে থেকে জল্পনাকে স্বকীয় মেজাজেই বাউন্ডারিতে পাঠালেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে দেশের সেরা অধিনায়ক। ভারতের স্বাধীনতা দিবসেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন সবার প্রিয় মাহি। সামনে আইপিএল, অধিনায়ক হিসেবে লক্ষ্য চতুর্থবার দলকে খেতাব এনে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলা। কিন্তু তারপর?অবসরোত্তর জীবন ধোনি কীভাবে কাটাবেন। অন্যান্যদের মতো ক্রিকেটকে বিদায় জানানোর পরেও ক্রিকেট মাঠে ধারাভাষ্যকার, কোচ কিংবা কোনও দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে নাকি প্রাসাদোপম ফার্ম-হাউসে অরগ্যানিক ফার্মিং। নাকি কন্যা জিভা এবং স্ত্রী সাক্ষীর সঙ্গে সুখী পরিবার। অপশন প্রচুর, কিন্তু ধোনি তো গতানুগতিক নন। বিদায়বেলাতেও দেখিয়ে দিলেন সেটা। অন্যান্যদের মতো অবসর ঘোষণার জন্য প্রেস কনফারেন্সের ধারেকাছেও ঘেঁষলেন না। এহেন ধোনি নাকি ক্রিকেট থেকে অবসরোত্তর জীবন আরও বেশি করে কাটাবেন দেশের সেনাবাহিনীর সঙ্গে। জানালেন তার বিজনেস পার্টনার অরুণ পান্ডে।ধোনির অবসর নিয়ে বলতে গিয়ে তার বিজনেস পার্টনার বলেছেন চলতি বছর টি-২০ বিশ্বকাপের পরেই ও অবসর নেবে ভেবেছিলাম। কিন্তু সেটা পিছিয়ে যাওয়ার পর বিষয়টা পুরোপুরি ধোনির হাতেই ছিল। ফলত স্বাধীনতা দিবসে ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার ব্যাপারটা ধোনি ছাড়া তার ঘনিষ্ঠমহলে কেউ জানত না বলেই দাবি করেছেন অরুণ পান্ডে।পিটিআই’কে অরুণ পান্ডে জানিয়েছেন, ‘জানতাম ধোনি শীঘ্রই অবসর নেবে কিন্তু সঠিক সময়টা আমরা কেউই জানতাম না। যাইহোক এটা সম্পূর্ণ তারই ব্যাপার। ও আইপিএল প্রস্তুতি শুরু করেছিল কিন্তু প্রথমে সেটা স্থগিত হল এবং তারপর টি-২০ বিশ্বকাপও তাই। ধোনি মানসিকভাবে মুক্ত হতে চাইছিল। ১৫ আগস্ট দেশের সেনাবাহিনীর জন্য একটা বিশেষ দিন। ধোনি এই ব্যাপারটাকে মাথায় রেখেছিল। তবে নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপে স্থগিতাদেশ ওর অবসর ঘোষণার একটা বড় কারণ।’উল্লেখ্য, বিশ্বজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি দেশের টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আসীন। গতবছর বিশ্বকাপ থেকে বিদায়ের পর একমাসেরও বেশি সময় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের সঙ্গে ট্রেনিং করেছিলেন মাহি। সমস্ত দিক দেখেশুনে তাই অরুণ পান্ডে বলছেন, ‘ধোনি আর যাই করুন না কেন সেনাবাহিনীর সঙ্গে পরবর্তীতে যে আরও বেশি করে সময় কাটাবেন সেটা নিশ্চিত।’এছাড়া বিভিন্ন কমার্শিয়াল ভেঞ্চার এবং অন্যান্য প্রতিশ্রুতিও পূরণ করার ব্যাপারও রয়েছে প্রাক্তন অধিনায়কের। তারা শুধু বসে বসে ধোনির সিদ্ধান্তগুলো উপভোগ করবেন বলে জানিয়েছেন পান্ডে।

Share.