স্পোর্টস রিপোর্ট: টেস্ট ক্রিকেটে রীতিমতো উড়ছে ইংল্যান্ড ক্রিকেট দল। কদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে তারা। তাও আবার সবগুলোতে প্রায় তিনশ রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করার রেকর্ড গড়ে জিতেছে। এবার ভারতের বিপক্ষে এজবাস্টনেও প্রথম দল হিসেবে তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জয়ের ইতিহাস ডাকছে ইংলিশদের। আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে টেস্টের শেষ দিনে জিততে আর মাত্র ১১৮ রান চাই ইংল্যান্ডের। এই রান করতে পারলেই জয় ইংলিশদের। অন্যদিকে জিততে ভারতের চাই ৭ উইকেট। বার্মিংহ্যামে গতকাল সোমবার চতুর্থ দিনের খেলা শেষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেটে ২৬০ রান করেছে ইংল্যান্ড। দিন শেষে উইকেটে ১১০ বলে ৯ চারে ৭৬ রানে অপরাজিত জো রুট। তাঁর সঙ্গে জনি বেয়ারস্টো ৮৯ বল খেলে ৭২ রানে অপরাজিত আছেন। এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। এই রান তাড়া করে জিতলে রেকর্ড গড়বে ইংলিশরা। কারণ এজবাস্টনের ১২০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হবে এটি। অবশ্য সেই রেকর্ড গড়ার হাতছানি নিয়েই আজ মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। গত বছর স্থগিত হওয়া সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটিই নতুন করে হচ্ছে এজবাস্টনে। সিরিজটিতে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ইংল্যান্ড এজবাস্টনে জিতলেই সিরিজটি ড্র হবে।
এখন নতুন রেকর্ড গড়ছে ইংল্যান্ড
0
Share.