সোমবার, ডিসেম্বর ২৩

এতদিন পর যে কারণে মুখ খুললেন নার্গিস ফাখরি

0

বিনোদন ডেস্ক: বলিউডে বহু বছর কাটাননি নার্গিস ফাখরি। কিন্তু যতটুকু তার উপস্থিতি ছিল, বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকতেন তিনি। কখনও রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তো কখনও উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে। এত দিন পর এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী!দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডে। ওই সময় মুখ খুলেননি কেউ। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক সম্পর্কের কথা অপকটেই স্বীকার করলেন নার্গিস। জানালেন, পাঁচ বছর ধরে রানী মুখার্জির দেবরের সঙ্গে প্রেম করেছেন তিনি। তবুও রয়ে গেছে আফসোস।অভিনেত্রী বলেন, ভারতে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ হলেন উদয় চোপড়া। তার সঙ্গে ৫ বছর সম্পর্কে ছিলাম। তবে আফসোস একটাই কেন তখন দুজনের সম্পর্কের কথা সবাইকে জানালাম না!
নার্গিস বলেন, আমি কোনো দিনই সংবাদমাধ্যমের কাছে আমার আর উদয়ের সম্পর্কের কথা বলিনি। কারণ আমাকে কিছু লোকজন এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছিলেন। এখন আফসোস হয়, পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে এই সম্পর্কের কথা বলা উচিত ছিল আমার।তিনি আরও জানালেন, অসুস্থতার কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। কিন্তু যখন ভেবেছিলেন যে ফিরে আসবেন, তত দিনে গোটা বিশ্বে অতিমারি শুরু হয়ে যায়।প্রসঙ্গত, ২০১৪ সালে উদয় চোপড়ার সঙ্গে নার্গিস ফাখরির সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে সে সময় সাক্ষাৎকারে পুরো বিষয়টি অস্বীকার করে নার্গিস বলেছিলেন, আমি আর উদয় ডেট করছি না। ভারতে আমার খুব কম বন্ধু আছে, উদয় তাদের মধ্যে একজন।তবে এখন নার্গিস উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেও ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল, অভিনেত্রী কেন ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।রণবীর কাপুর, উদয় চোপড়ার মতো বরুণ ধবন, ইলিয়ানা ডিক্রুজ, হুমা কুরেশির সঙ্গেও দুর্দান্ত বন্ধুত্ব নার্গিস ফাখরির। তিনি বলেন, বরুণ, ইলিয়ানা এবং হুমার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার। তবে, টেক্সাসে ছিলাম যখন, তখন ইলিয়ানার সঙ্গে লাঞ্চে গিয়েছিলাম। এ ছাড়া হুমা যখন লস অ্যাঞ্জেলেসে আসে, তার সঙ্গেও সময় কাটাই। আমার সব সহ-অভিনেতাদের সঙ্গেই ভালো সম্পর্ক আমার। তাদের একেক জনের সঙ্গে এক এক রকমের বন্ধুত্ব। কিন্তু যারা বাইরে থেকে দেখেন, তারা কোনো কিছু না জেনেই নানারকম গুঞ্জন ছড়াতে ভালোবাসেন।নার্গিসকে শেষবার বড় পর্দায় দেখা যায় আজহার ছবিতে। বলিউডে তার অভিষেক হয় ২০১১ সালে রকস্টার ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। তারপর মাদ্রাস ক্যাফে, মেন তেরা হিরো, আজহার, হাউজফুল ৩, ফাতা পোস্টার নিখলা হিরো-এর মতো ছবিতে অভিনয় করেন নার্গিস। কিক ছবিতে সালমান খানের সঙ্গে তার আইটেম নম্বরটি তুমুল জনপ্রিয় হয় দর্শকদের মধ্যে।

Share.