ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারা রমজানেও দুস্থ মানুষের পাশে না থেকে ইফতার পার্টির নামে আওয়ামী লীগের গীবত গায়। সোমবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তোতা পাখির মত গণতন্ত্রের বুলি আওড়ালেও তারা গণতন্ত্র বোঝে না। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে আবার সাধারণ মানুষকে গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক নেতার জন্য ক্ষমতা ভোগের বস্তু নয়। ক্ষমতা হচ্ছে জনগণের সুখ দুঃখে তাদের পাশে থাকা। এটাই রাজনৈতিক নেতার দায়িত্ব। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয় তার জন্য শোক ব্যথা বুকে নিও মানুষের পাশে আছেন শুধুমাত্র মানুষের ভাগ্য পরিবর্তনের আশায়। এদেশে আওয়ামী লীগ আসেই মানুষের অবস্থার পরিবর্তন করতে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে।
এদেশে আওয়ামী লীগ আসেই মানুষের অবস্থার পরিবর্তন করতে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে: হাসিনা
0
Share.