বুধবার, জানুয়ারী ২২

এনজিও প্রধানদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে ড. ইউনূস

0

ঢাকা অফিস: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যায় ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন ১৮ জন। দূর্গত এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। এ অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের জন্য যাচ্ছেন মানুষ। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন । প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে এ তথ্য। ত্রাণ কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Share.