বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

এনপিপির সঙ্গে সংলাপে বসছে বিএনপি

0

ঢাকা অফিস: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে আজ সন্ধ্যায় সংলাপে বসছে বিএনপি। রবিবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাটাইমসকে বলেন, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এতে অংশ নেবেন। এর আগে শনিবার বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করে বিএনপি। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডান ও বাম দুই ঘরানার সরকারবিরোধী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে। গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দলটি। প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে, ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী (ন্যাপ ভাসানী) এবং ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলির সঙ্গে বৈঠকে বসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দল।

 

 

Share.