বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য কনসার্ট করে ২৫ লাখ টাকা

0

বিনোদন ডেস্ক: নিউইয়র্কের কনসার্ট থেকে চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা পেতে যাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। ক্যান্সারে আক্রান্ত কিশোরের চিকিৎসা করা হচ্ছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। চিকিৎসায় অর্থের জোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে তার পরিবার। তবে তার চিকিৎসায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন অনেক মানুষ। এছাড়া দেশ থেকে অনেক শিল্পী ও তারকা এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তা করার জন্য অর্থ প্রদান করে যাচ্ছেন। এন্ড্রু কিশোরের অনুমতিতেই তার চিকিৎসায় সহযোগিতার জন্য তহবিল গঠন করতে যুক্তরাষ্ট্রের শোটাইম মিউজিক আয়োজন করে এই কনসার্টের। গত ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়ে যায় সেই কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর জানান, কনসার্ট থেকে আসা ২৫ লাখ টাকা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দেওয়ার একটি পরিকল্পনা করা হয়। ইতিমধ্যে সেই টাকা উঠেও এসেছে। এন্ড্রু কিশোরের চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ করে ফেলেছে তার পরিবার। এর মধ্যে চিকিৎসার খরচ জোগাড় করতে নিজের রাজশাহীর ফ্ল্যাটটিও বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর। হাসপাতালের চিকিৎসকরা জানান, ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে তাকে। প্রত্যেকটি কেমোর জন্য লাগছে ৯ লাখ টাকা করে। তার এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন পড়বে।

Share.