মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫

এপি’র বরখাস্তকৃত সাংবাদিক বললেন, আমি চুপ থাকবো না

0

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরখাস্তকৃত সাংবাদিক এমিলি উইল্ডার বলেছেন, তিনি ভীত এবং চুপ হবেন না। বরং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বর আগ্রাসনের সমালোচনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়ায় এপি কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। এমিলি উইল্ডার এ বিষয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছেন।আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা এমিলি তার বিবৃতিতে কেন এবং কিভাবে বার্তা সংস্থা এপি থেকে বরখাস্ত হলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম এমিলিকে টার্গেট করার পর তাকে বহিষ্কার করে এপি। বহিষ্কারের আগে নিউইয়র্ক শহরে এপি’র প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন এমিলি। ইহুদিবাদী গণমাধ্যমগুলোর অভিযোগ, বিশ্ববিদ্যালয় জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমিলি।দ্য গার্ডিয়ানকে এমিলি বলেছেন, বার্তা সংস্থা এপি’র সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কোন টুইটার পোস্টে এপি’র নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি।গত সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যমগুলো এমিলিকে নিয়ে স্টোরি প্রকাশ করে। সেখানে তার ইসরায়েল ও ইহুদিবাদ বিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলো এপি।

Share.