এপ্রিল-মে মাসে সম্পন্ন হবে উপজেলা পরিষদ নির্বাচন: আলমগীর

0

ঢাকা অফিস: এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তফসিল হবে ঈদের আগে। মঙ্গলবার(২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, দলীয় প্রতীক থাকা না থাকা ইসির নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। ভালো নির্বাচন করবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছি, উপজেলা নির্বাচনও একইভাবে করতে পারবো।

Share.