ডেস্ক রিপোর্ট: বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধ বিরতির কয়েক ঘণ্টার মধ্যেই আজারবাইজানের বাকুতে হামলা চালিয়েছিল আর্মেনিয়া। আর সেই হামলার তিন দিনের মাথায় মঙ্গলবার পাল্টা হামলা চালিয়ে জবাব দিল আজারবাইজান। আর্মেনিয়ার ওই হামলার নয় আজেরির জীবন গেলেও, আজেরিদের হামলায় মঙ্গলবার নিহত হয়েছে ১৭ আর্মেনীয় সৈন্য। খবর রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশী দেশের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ সৈন্য প্রাণ হারালেন। অন্যদিকে, আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্ততায় শনিবার যুদ্ধবিরতি হলেও, বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে দুদেশের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ থামছে না। ফলে উভয় পক্ষের হামলা ও পাল্টা হামলায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। টানা ১৬ দিনের যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগর্নো-কারাবাখ। যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মেলেনি। দুদেশই নিজেদের দাবিতে অনড়। আজারবাইজানের বক্তব্য, আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ থেকে সরে না গেলে তারা যুদ্ধ বন্ধ করবে না। এদিকে আন্তর্জাতিক গনমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর। ফোনালাপে তুরস্ক জানিয়েছে, নাগর্নো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড। আর্মেনিয়া সেখান থেকে সরে গেলেই দ্রুত শান্তি ফিরবে। যুদ্ধের গোড়া থেকেই তুরস্ক আজারবাইজানকে সমর্থন করছিল। আর্মেনিয়ার অভিযোগ, তুরস্কের সামরিক বাহিনীও অস্ত্র এবং যুদ্ধবিমান দিয়ে আজারবাইজানকে সাহায্য করেছে।
এবার আজেরিদের হামলায় ১৭ আর্মেনীয় সৈন্য নিহত
0
Share.