ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের একটি গ্যাস প্ল্যাটফর্মে সাবমেরিন ড্রোন দিয়ে হামলা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। জানা যায়, সোমবার (১৭ মে) এই হামলা চালানো হয়।গাজা থেকে আল-আলম টিভির বরাত দিয়ে পার্সটুডে জানায়, মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ভাসমান ইসরায়েলি একটি গ্যাস প্লাটফর্মে হামলা চালিয়েছে হামাস। ৫০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম সাবমেরিনটির ভেতরে রয়েছে বিল্ট-ইন জিপিএস।ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, দূর নিয়ন্ত্রিত মনুষ্যবিহীন সাবমেরিন তৈরিতে সক্ষম হয়েছে হামাস। স্থানীয়ভাবে ও নিজস্ব প্রযুক্তিতে বানানো হয়েছে এটি।ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ‘নাইন’ জানায়, চালকবিহীন অনেকগুলো সাবমেরিন রয়েছে হামাসের কাছে। এসব ড্রোন দিয়ে ভূমধ্যসাগরে থাকা তেল আবিবের যুদ্ধজাহাজ ও তেল-গ্যাস কেন্দ্রে হামলার আশঙ্কা করা হচ্ছে।এদিকে জানা যায়, সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান থেকে ফেলা শত শত বোমায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৮টি শিশু ও ৩৪ জন নারী রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও সহস্রাধিক ফিলিস্তিনি, হতাহতদের অধিকাংশ বেসামরিক মানুষ।অন্যদিকে হামাসসহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর হাজার হাজার রকেট-ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ইসরায়েলি নিহত এবং কয়েক ডজন আহত হয়।
এবার ইসরায়েলি স্থাপনায় সাবমেরিন ড্রোন হামলা হামাসের
0
Share.