এবার কক্সবাজারের ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

0

ঢাকা অফিস: কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনের পর এবার জেলার সাত শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে।কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে যোগ দিচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার পংকজ বড়ুয়া।মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রতন কুমার দাস গুপ্তকে চট্টগ্রাম নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।কক্সবাজার ট্রাফিক পুলিশের এএসপি বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এএসপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নেওয়া হয়েছে সিএমপির সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদকে।চকরিয়া সার্কেলের এএসপি কাজী মোহাম্মদ মতিউল ইসলামকে নোয়াখালীর এএসপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে যোগ দেবেন র‍্যাবের এএসপি মো. তফিকুল আলম।কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসপি মো. শহীদুল ইসলামকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে খাগড়াছড়ি ডিএসবির এএসপি খন্দকার গোলাম শাহনেওয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় ঝিনাইদহ জেলার এসপি মোহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করা হয়।পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনার এক মাস ২০ দিন পর কক্সবাজারের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ এলো।

Share.