বুধবার, ডিসেম্বর ২৫

এবার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো চীন

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পর এবার মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির পেটেন্টের অনুমোদন দিয়েছে চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর রবিবার ভ্যাকসিনের পেটেন্টের অনুমোদন দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন)।প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ভ্যাকসিনের নাম ‘এড৫-এনসিওভি’।সিজিটিএন জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে জানা গেছে। করোনার ক্ষেত্রে এই ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর।ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। এরই মধ্যে ভ্যাকসিন তৈরি শুরু করেছে রাশিয়া। দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার ভ্যাকসিনের প্রথম ব্যাচ প্রয়োগ করা শুরু হবে।

Share.